১৯৯৩ সালে যখন সিটিসেল বাংলাদেশে আসে, তখন হাতে একটা মোবাইল ফোন থাকা ছিল স্বপ্নের মত। অনেকটা এখনকার দিনে বিএমডব্লিউ গাড়ি থাকার মত। তাও সেটা ছিল বড় অ্যান্টেনা যুক্ত খুবই সাধারণ ফোন, যাতে কল করা ছাড়া কিছুই করা যেত না। যদি কোন ফোনে কয়েকটি রিংটোন থাকত কিংবা কয়েক ভয়েস রেকর্ড করা যেত, সেটাই ছিল অনেক কিছু।
More