সলিড স্টেট রিলে হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি এক ধরনের সুইচিং ডিভাইস । এটি দ্বারা লো ভোল্টেজ এর সাহায্যে হাই ভোল্টেজ কে কন্ট্রোল করা হয়। আমরা জানি যে সাধারণ রিলে ইলেক্ট্রো ম্যাগনেটিক পদ্ধতিতে কাজ করে। কিন্তু সলিড স্টেট রিলেতে ব্যাবহার করা হয় অপ্টকাপলার পদ্ধতি যাতে ইনপুট ও হাই ভোল্টেজ আউটপুট আইসোলেট বা আলাদা থাকে।
More