সলিড স্টেট রিলে হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি এক ধরনের সুইচিং ডিভাইস । এটি দ্বারা লো ভোল্টেজ এর সাহায্যে হাই ভোল্টেজ কে কন্ট্রোল করা হয়। আমরা জানি যে সাধারণ রিলে ইলেক্ট্রো ম্যাগনেটিক পদ্ধতিতে কাজ করে। কিন্তু সলিড স্টেট রিলেতে ব্যাবহার করা হয় অপ্টকাপলার পদ্ধতি যাতে ইনপুট ও হাই ভোল্টেজ আউটপুট আইসোলেট বা আলাদা থাকে।
এখানে আমরা সলিড স্টেট রিলের গঠন, কার্যপ্রণালী, সার্কিট ডায়াগ্রাম ও বিভিন্ন ধরনের সলিড স্টেট রিলে সম্পর্কে জানব-
সলিড স্টেট রিলে ও ইলেক্ট্রোম্যাগনেটিক রিলের গঠন:
ইলেক্ট্রোম্যাগনেটিক রিলের মত সলিড স্টেট রিলেরও ইনপুট ও আউটপুট প্রান্ত আছে ।
ইনপুট প্রান্তে সিগন্যাল হিসেবে ৩-৩২ ভোল্ট ও সামান্য কারেন্ট সাপ্লাই হয়ে থাকে । সাধারণত দুই ধরনের রিলে পাওয়া যায়।
স্বাভাবিক অবস্থায় যুক্ত প্রান্ত: সাধারণ ভাবে ইনপুট সিগন্যাল এ কোনও সংযোগ না দিলে আউটপুট প্রান্ত খোলা বা ওপেন থাকে (বাম পাশের চিত্র)। ইনপুট এ সংযোগ দিলে আউটপুট এর দুই প্রান্ত তখন যুক্ত হয়।
স্বাভাবিক অবস্থায় খোলা প্রান্ত: সাধারণ ভাবে ইনপুট সিগন্যাল এ কোনও সংযোগ না দিলে আউটপুট প্রান্ত যুক্ত থাকে (ডান পাশের চিত্র)। ইনপুট এ সংযোগ দিলে আউটপুট এর দুই প্রান্ত আলাদা হয়ে যায়।
কার্যপ্রনালীঃ
মূলত সলিড স্টেট রিলের ইনপুট ও আউটপুট প্রান্তের মধ্যে ফিজিক্যালি কোন সংযোগ থাকে না। যখন ইনপুট এ সামান্য ভোল্টেজও প্রয়োগ করা হয়, তখন ইনপুট এ থাকা এলইডি থেকে আলো বিচ্ছুরিত হয়। এই আলো আউটপুট এ থাকা ফটো ট্রাঞ্জিস্টর গ্রহণ করে, ফলে আউটপুট প্রান্ত যুক্ত হয়।
সলিড স্টেট রিলের সুবিধা:
• ইলেক্ট্রোম্যাগনেটিক রিলের থেকে সলিড স্টেট রিলে বেশী দ্রুত।
• এতে কোন শব্দ বা স্ফুলিঙ্গ তৈরি হয় না।
• ইলেক্ট্রোম্যাগনেটিক রিলের থেকে সলিড স্টেট রিলে বেশি দিন টিকে।
• ইলেক্ট্রোম্যাগনেটিক রিলের থেকে সলিড স্টেট রিলেতে অনেক কম শক্তি লাগে।
• লজিক সার্কিট বা ম্যাক্রোকন্ট্রলার এর জন্য বেশি উপযোগী।
অসুবিধা:
• এর অভ্যন্তরীণ গঠন কিছুটা জটিল।
• লোড প্রান্তে অনেক সময় বন্ধ অবস্থাতেও শক্তি নষ্ট হয়।
• এটা খুব কম ভোল্টেজে কাজ ঠিক ভাবে কাজ করে না।
ব্যাবহার:
• সাধারণ ভাবে এটি সুইচিং এর কাজে ব্যবহৃত হয়, যেমন এসি পাওয়ারের এর চালু ও বন্ধ করা।
• এটা মোটরের গতি নিয়ন্ত্রণ, বাতি এবং ফানের ডিমিং (ধীরে ধীরে চালু আবার ধীরে ধীরে বন্ধ হওয়া) এ ব্যবহৃত হয়।
• ইলেকট্রিক হিটারের তাপমাত্রা নিয়ন্ত্রণে।